ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

মঠবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপিকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, মে ১৮, ২০১৫
মঠবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপিকে কুপিয়ে হত্যা

পিরোজপুর: শত্রুতার জের ধরে পিরোজপুরের মঠবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি রাকিবুল হক  রাজুকে (৩৪) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
 
রোববার (১৭ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।



রাকিবুল হক  রাজু মঠবাড়িয়ার পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও মঠবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি ছিলেন।

থানা সূত্রে জানা গেছে, সন্ধ্যা পৌনে সাতটার দিকে রাকিব বেতমোর রাজপাড়া ইউনিয়নের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বসে গল্প করছিলেন। এ সময় ঘোপখালী গ্রামের ইউসুফ আকন, তার ছেলে কামরুল আকন ও তাদের আত্মীয় সোহাগ ধারালো অস্ত্র নিয়ে রাকিবকে কুপিয়ে জখম করে এবং দুই চোখ তুলে ফেলে। এতে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়।

স্থানীয়রা রাকিবকে মৃত অবস্থায় দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

রাকিবের বাবা আব্দুল হালিম বাংলানিউজকে বলেন, ইউসুফ ও তার ছেলে আমাদের বাগানের কলা চুরি করেছিল। এ নিয়ে রাকিবের সঙ্গে কয়েক দিন আগে তাদের কথা কাটাকাটি হয়। ধারণা করা হচ্ছে, এ ঘটনার জের ধরে তারা রাকিবকে হত্যা করেছে।

মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) তৈয়ুম ইসলাম বলেন, রাকিবের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় রাতেই ইউসুফ আকন, তার ছেলে কামরুল আকন ও তাদের আত্মীয় সোহাগের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো দুইজন মোট পাঁচজনের নামে মামলা হয়েছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, মে ১৮, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।