ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

মজিবুর রহমান মঞ্জুর মৃত্যুতে ন্যাপের শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, মে ১৮, ২০১৫
মজিবুর রহমান মঞ্জুর মৃত্যুতে ন্যাপের শোক

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান মঞ্জুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

সোমবার (১৮ মে) এক যৌথ বিবৃতিতে ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ শোক প্রকাশ করেন।



বিবৃতিতে আরও শোক প্রকাশ করেন ন্যাপের যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, ঢাকা মহানগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজু ও সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু।

শোকবার্তায় নেতারা মজিবুর রহমান মঞ্জুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের রূহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় নেতারা বলেন, আওয়ামী স্বৈরশাসন বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মজিবুর রহমান মঞ্জু হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মে ১৮, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।