ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

ইসলামিক পার্টির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার ছায়েদুল

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, মে ১৮, ২০১৫
ইসলামিক পার্টির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার ছায়েদুল

ঢাকা: ২০ দলীয় জোটের অন্যতম শরীক বাংলাদেশ ইসলামিক পার্টির নতুন চেয়ারম্যান হিসাবে মনোনীত হয়েছেন ব্যারিস্টার ছায়েদুল হাসান ইকবাল।

প্রয়াত চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল মোবিনের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।



সোমবার (১৮ মে) পার্টির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাহমুদুল হাসানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. এজাজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় দলের স্টিয়ারিং কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ নাজিম উদ্দিন, এ কে এম শাহজাহান চৌধুরী, আবু তাহের চৌধুরী, মো. আবুল কাশেম, হাফেজ শহীদুল ইসলাম, মো. হাবিবুর রহমান, সাখাওয়াত হোসেন চৌধুরী, মুহাম্মদ মাহমুদুল হাসান, সরকার মো. নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে প্রয়াত চেয়ারম্যানের ছেলে ব্যারিস্টার ছায়েদুল হাসান ইকবাল পার্টির মুখপাত্র হিসাবেও দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, মে ১৮, ২০১৮
পিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।