ধামরাই (ঢাকা): নাশকতার মামলায় ধামরাইয়ে পৌর ছাত্রদল ও শ্রমিক দলের সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ।
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধের সময় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় তাদের গ্রেফতার করা হয়।
রোববার (১৭ মে) দিনগত গভীর রাতে পুলিশের একটি বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (১৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- পৌর ছাত্রদল সভাপতি টুটুল ও পৌর শ্রমিক দল সভাপতি সুজন।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, হরতাল-অবরোধে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মে ১৮, ২০১৫
এসএইচএন/জেডএস