ঢাকা: চোখ রাঙানো বাদ দিয়ে সরকারকে গণতন্ত্রের প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
সোমবার (১৮ মে) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ পরামর্শ দেন।
আসাদুজ্জামান রিপন বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে। গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি চায় এদেশের মানুষ।
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, গণতন্ত্রকে সংকোচিত করবেন না। আপনাদের আমলে জনগণ মৌলিক অধিকার পাচ্ছে না। মানুষ আইনের শাসন থেকে বঞ্চিত। এরপরেও গণতন্ত্র সংকোচিত করলে এর পরিণতি হবে ভয়াবহ।
সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে রিপন বলেন, সালাহ উদ্দিন আহমেদকে ভারতে পাওয়া গেছে। তাকে বাংলাদেশে আনতে এবং চিকিৎসার জন্য বিদেশে নিতে সরকারের সহযোগিতা চাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদ, জলবায়ু বিষয়ক সম্পাদক আফজাল এইচ খান, বনও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শাহজাহান, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, মে ১৮, ২০১৫
এমএম/বিএস