ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে খালেদা ষড়যন্ত্রে লিপ্ত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, মে ১৮, ২০১৫
রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে খালেদা ষড়যন্ত্রে লিপ্ত

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোকাবেলা করতে না ব্যর্থ হয়ে তার (শেখ হাসিনার) বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।

সোমবার (১৮ মে) বিকেলে শেখ হাসিনার  ৩৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী প্রচারলীগ আয়োজিত র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



হাছান মাহমুদ বলেন, বেগম জিয়ার প্রত্যক্ষ মদদে জননেত্রী শেখ হাসিনাকে বৃষ্টির মতো গ্রেনেড ছুড়ে ও ৭৬ কেজি বোমা পুঁতে রেখে হত্যার চেষ্টা করা হয়েছিল। এ ষড়যন্ত্র এখনো থেমে নেই।

বেগম জিয়া ও বিএনপির রাজনীতিই ষড়যন্ত্রের রাজনীতি মন্তব্য করে তিনি আরও বলেন, শেখ হাসিনা শত্রুর সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে তার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

বিএনপি যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের ঘটনা খালেদা জিয়ার সাজানো নাটক মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, সালাহ উদ্দিন আহমেদকে বেগম জিয়াই লুকিয়ে রেখেছিলেন ও তাকে দিয়ে আল কায়েদা নেতাদের মতো গোপনস্থান থেকে ভিডিও বার্তা পাঠাতেন। অবস্থা বেগতিক দেখে পরবর্তীতে সালাহ উদ্দিনকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। সালাহ উদ্দিন আহমেদ কিছুক্ষণ লন্ডনে আবার কিছুক্ষণ সিঙ্গাপুরে যেতে চাইছেন, এটা বলে বিএনপি এখন নতুন নাটক করছে।   

সমাবেশে বিশেষে অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা. মে ১৮, ২০১৫
বিজ্ঞপ্তি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।