ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান মঞ্জুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও সাবেক মন্ত্রী ড. ওসমান ফারুক।
সোমবার (১৮ মে) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।
শোকবাণীতে ড. ওসমান ফারুক বলেন, মরহুম মজিবুর রহমান মঞ্জু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং জাতীয়তাবাদী দর্শনে বলীয়ান একজন নেতা। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
তিনি বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে মজিবুর রহমান মঞ্জুর সক্রিয় ভূমিকার কথা তার এলাকাবাসী কোনো দিন ভুলবে না।
ড. ওসমান ফারুক মরহুম মজিবুর রহমান মঞ্জুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, মে ১৮, ২০১৫
আইএ