ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, মে ১৯, ২০১৫
লক্ষ্মীপুরে ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলায় মামুন হোসেন (২৫) নামে এক ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৮ মে) দিনগত রাত ৯টার দিকে চন্দ্রগঞ্জ ইউয়িনের আমানী লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।



মামুন আমানী লক্ষ্মীপুর গ্রামের আবু তৈয়বের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে বাড়ির পাশের দোকানে যাওয়ার পথে দুর্বৃত্তরা মামুনকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নোয়াখালী নেওয়ার পথে মামুনের মৃত্যু হয়।

ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলেও জানান তারা।

এদিকে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিল বলে বাংলানিউজকে জানান।

লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি/সদর) জুনায়েত কাউসার বাংলানিউজকে বলেন, নিহত মামুনের নামে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, মে ১৯, ২০১৫
এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।