ঢাকা: হতাশার মধ্যে নিমজ্জিত হয়ে বিএনপি ব্রক্ষ্মচারী দলে পরিণত হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন।
হানিফ বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে সিটি নির্বাচনে এসেছে। কৌশলগত কারণে নির্বাচন থেকে সরেও গিয়েছে। তখন তারা মনে করেছিল, নির্বাচনের দাবিতে জনগণকে তারা মাঠে নামাতে পারবে। সেখানেও তারা ব্যর্থ। বিএনপি হতাশার মধ্যে নিমজ্জিত হয়ে ব্রক্ষ্মচারী দলে পরিণত হয়েছে। তাদের ভবিষ্যত আছে কি-না? আমার সন্দেহ হয়।
নির্বাচন নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, দেশের এক শ্রেণীর সুশীল আছেন, যারা সুযোগ পেলেই সরকারের সমালোচনা করেন। তারা পাকিস্তানের দোসর। তারা সরকারের শুধু ভুল খোঁজেন, ভুল নিয়ে আলোচনা করেন।
টিআইবি’র উদ্দেশে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বলেন, নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক তৈরি করে উন্নয়নের পথকে বাধাগ্রস্ত করার ক্ষেত্র তৈরি করবেন না। আপনারা বলেছেন, সিটি নির্বাচন অবাধ হয়নি। প্রমাণ করুন, কীভাবে নির্বাচন অবাধ হয়নি? বলছেন, নির্বাচনের ব্যয় বেশি হয়েছে। প্রমাণ করুন, কীভাবে বেশি হয়েছে?
টিআইবিকে প্রশ্ন রেখে হানিফ বলেন, কোন স্থানীয় নির্বাচন এর চেয়ে ভালো হয়েছে? দেখান। অতীতে বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন তারা কেন্দ্র দখল করে জনগণের স্বতঃস্ফূর্ত ভোট দানে বিরত রেখে নিজেদের প্রার্থীকে বিজয়ী করেছে। এবারের নির্বাচনে তা হয়নি। তারপরও বিএনপিপন্থি সুশীলরা বলেন, এ নির্বাচন সুষ্ঠু হয়নি।
বিএনপির স্বার্থে খালেদা ও তারেককে পদত্যাগের আহবান জানিয়ে হানিফ বলেন, সময় এসেছে, আপনি এবং আপনার পুত্র দল থেকে পদত্যাগ করে বিএনপির মতো একটি দলকে রক্ষা করুন।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশের স্বার্থে এরকম নেতৃত্বের প্রতি অনাস্থা জ্ঞাপন করে তাদেরকে পদত্যাগে বাধ্য করুন। জনগণের কাতারে এসে দেশের উন্নয়নে অবদান রাখুন।
‘বেশি গণতন্ত্র চাই না’ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের বক্তব্যের সমালোচনার জবাবে হানিফ বলেন, দলের একজন সিনিয়র নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপি নেতারা বিভিন্ন মন্তব্য করছেন। আমরা বিএনপির কাছে গণতন্ত্রের কথা শুনতে চাই না। গণতন্ত্র কি পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করা? দেশের মানুষ আপনাদের এ গণতন্ত্র চায় না, সুশাসন চায়।
একই সভায় ত্রাণ ও দুযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, সালাহউদ্দিনকে মেঘালয়ে পাঠিয়ে সরকারের বিরুদ্ধে প্রতিদিন আওয়াজ দিতেন খালেদা জিয়া, তাকে সরকার গুম করেছে। যখন সালাহউদ্দিনকে পাওয়া গেলো তখন, তিনি মুখে কুলুপ আটলেন। জনগণ এ রহস্য জানতে চায়!
জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহামুদের সভাপতিত্বে বক্তব্য দেন আওয়ামী লীগে শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়:১২৫৬ ঘণ্টা, মে ১৯, ২০১৫
এসইউজে/এলকে/জেডএস/এএসআর