ঢাকা: সিলেটের শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।
শোকবাণীতে ড. আসাদুজ্জামান রিপন বলেন, হারুন অর রশীদের মৃত্যুতে তার এলাকাবাসীর মতো আমরাও গভীরভাবে শোকাহত ও মর্মাহত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শের প্রতি অবিচল আস্থাশীল মরহুম হারুন অর রশীদ শ্রীমঙ্গল উপজেলা বিএনপিকে শক্তিশালী করতে যে অগ্রণী ভূমিকা রেখেছেন এ জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। গণতান্ত্রিক প্রতিটি আন্দোলনে তার সাহসী ভূমিকা প্রসংসনীয়।
আসাদুজ্জামান রিপন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।
সোমবার (১৯ মে) রাতে শ্রীমঙ্গল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, মে ১৯, ২০১৫
আইএ