ঝিনাইদহ: ঝিনাইদহ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) শাখা শিবিরের সভাপতি ফারুক হোসেনকে (২২) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ফারুক হোসেন রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইকোরজানা গ্রামের আব্দুল্যাহ’র ছেলে।
ঝিনাইদহ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপীনাথ কানজিলাল বাংলানিউজকে জানান, নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদে আইএইচটিতে ভবন এলাকায় সদর থানা পুলিশ অভিযান চালায়। সেসময় আইএইচটির সামনে থেকে ফিজিও থেরাপির ৩য় বর্ষের ছাত্র ফারুক হোসেনকে আটক করা হয়।
তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মে ১৯, ২০১৫
এসএইচ/