ঢাকা: ‘আমরা সংঘাত নয়, শান্তি চাই’- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে সাধুবাদ জানিয়ে সংলাপ ও সমঝোতার মাধ্যমে নির্বাচনী পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে বিএনপি।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ কথা বলেন।
তিনি বলেন, আমার দল বিএনপিরও আগাগোড়া সংঘাত নয়, শান্তির পক্ষেই অবস্থান। কিন্তু সরকার বিরোধী দলের মিছিল, সমাবেশ পালনে প্রতিবন্ধকতা সৃষ্টির মাধ্যমে মৌলিক অধিকার হরণ করেছে।
আসাদুজ্জামান রিপন আরও বলেন, ক্ষমসীনরা জনগণের ন্যায়সঙ্গত ভোটের অধিকারকে উপেক্ষা করে ক্ষমতায় এসেছে। আশা করি, প্রধানমন্ত্রীর এ বক্তব্যের পর বিরোধী দলকে নির্মূলের মনোভাব ও প্রতিহিংসা বন্ধ হবে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা জনদাবির প্রতি সম্মান রেখে সমঝোতা ও সংলাপের পথে আসবেন। সংলাপের মাধ্যমেই নির্বাচনের পরিবেশ তৈরি করবেন।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, মে ১৯, ২০১৫
এমএম/এমজেএফ/