ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বুধবার (২০ মে) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হবে। সকাল দশটায় কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হবে তাকে।
বিএনপির প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবীর খান মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় বাংলানিউজকে এ তথ্য জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বাংলানিউজকে জানান, জানুয়ারি মাসে রাজধানীর পল্টন থানায় দায়ের করা ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার তিনটি মামলার জামিন আবেদনের শুনানির জন্য বুধবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আদালতে হাজির করা হবে।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এসব আবেদনের শুনানি হবে।
গত রোববার (১৬ মে) মামলার জামিনের জন্য আবেদন করেন ফখরুলের আইনজীবী। ওই আবেদনের শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন আদালত।
অনির্দিষ্টকালের অবরোধের প্রথম দিন গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গ্রেফতার হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি-জামায়াত জোটের আন্দোলনের সময় সংঘটিত নাশকতার ঘটনায় তার বিরুদ্ধে অন্তত ৭৬টি মামলা হয়েছে। পল্টন থানার ওই তিনটি মামলায়ই তিনি এজাহারভুক্ত আসামী।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মে ১৯, ২০১৫
এজেড/এএসআর