শেরপুর: শেরপুর জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় সংসদের হুইপ মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিককে সভাপতি ও অ্যাডভোকেট চন্দন কুমার পালকে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী লীগের এ কমিটি ঘোষণা করা হয়।
স্থানীয় দারগ আলী পৌর পার্কে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
মঙ্গলবার(১৯ মে) দুপুর ১২টায় শুরু হয়ে সম্মেলন চলে বিকেল ৪টা পর্যন্ত।
সম্মেলনে সভাপতিত্ব করেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ মুক্তিযুদ্ধা আতিউর রহমান আতিক।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, মহিলা সংসদ সদস্য ফাতেমাতুজ্জহুরা শ্যামলী, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড.আব্দুর রাজ্জাক এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদী, শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, পৌর মেয়র হুমায়ূন কবির রুমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, মে ১৯, ২০১৫
পিসি/