ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

চক্রান্তকারীদের মুখোশ উন্মোচন করতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, মে ১৯, ২০১৫
চক্রান্তকারীদের মুখোশ উন্মোচন করতে হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শেখ হাসিনার নেতৃত্বে যেসব অর্জন ও বিজয় হয়েছে, সেসব বিজয়ের বিরুদ্ধে চক্রান্তকারীদের মুখোশ উন্মোচন করতে হবে। জনগণের কাছ থেকে তাদের সরিয়ে দিতে হবে চিরদিনের জন্য।


 
মঙ্গলবার (১৯ মে) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগের প্রকাশিত ‘গণতন্ত্রের জন্য সংগ্রাম’ গ্রন্থের সংবাদ চিত্র প্রদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
 
বিএনপি-জামায়াত জোটের দিকে ইঙ্গিত করে আমির হোসেন আমু বলেন, ষড়যন্ত্র ও চক্রান্তকারীদের আন্দোলন, সংগ্রাম ও রাজনৈতিক কর্মতৎপরতার মাধ্যমে বিদায় জানাতে হবে।
 
যুবলীগের সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্যদিয়ে এদেশের যুবসমাজকে কাজে লাগিয়ে শেখ হাসিনার হাত আরও শক্তিশালী করতে যুবলীগের নেতাদের আহ্বান জানান তিনি।
 
সমুদ্র বিজয় ও ছিটমহল সমস্যার সমাধানসহ অন্যান্য ক্ষেত্রে অর্জনের জন্য আগামী ২৯ মে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হবে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, সব শ্রেণী ও পেশার মানুষদের নিয়ে মঙ্গলবার এক সভায় ২০১ সদস্যের একটি নাগরিক কমিটি গঠন করা হয়েছে।
 
অনুষ্ঠানে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, বলা হয়ে থাকে যুবলীগ, ছাত্রলীগের জন্য ক্ষতি হচ্ছে। শুধু ছাত্রলীগ, যুবলীগ! মন্ত্রীদের জন্য ক্ষতি হয় না! এমপিদের জন্য ক্ষতি হয় না! পুলিশের, সাংবাদিকদের জন্য ক্ষতি হয় না!
 
তিনি বলেন, জাতিসংঘে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দর্শন যে আজ চিরসবুজ, সেটা কি আওয়ামী লীগ করেছে? সবাই শেখ হাসিনার জয়ধ্বনি করে, একমাত্র যুবলীগের কারণে তা হয়েছে।
 
যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদও বক্তব্য রাখেন।
 
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, মে ১৯, ২০১৫
টিএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।