ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

সালাহউদ্দিনকে সিঙ্গাপুর নিতে চান হাসিনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, মে ১৯, ২০১৫
সালাহউদ্দিনকে সিঙ্গাপুর নিতে চান হাসিনা

ঢাকা: উন্নত চিকিৎসার জন্য খুব শিগগিরই শিলং থেকে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে সিঙ্গাপুরে নিতে চান তার স্ত্রী হাসিনা আহমেদ।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে ভারতের শিলং সিভিল হাসপাতালে বিচারাধীন মামলার আসামিদের ওয়ার্ডে সালাহউদ্দিনের সঙ্গে দেখা করে বেরিয়ে যাওয়ার সময় অপেক্ষমান সাংবাদিকদের এ কথা জানান তিনি।



সালাহউদ্দিনের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি সাংবাদিকদের বলেন, তার শরীরের অবস্থা খুবই খারাপ। একটানা দুই মিনিট দাঁড়িয়ে থাকতে পারছেন না। দাঁড়ালে হাত-পা কাঁপতে থাকে। সালাহউদ্দিনের হৃদরোগের সমস্যা আছে। কিডনির সমস্যাও জটিল আকার ধারণ করেছে। উন্নত চিকিৎসার জন্য খুব শিগগিরই তাকে সিঙ্গাপুরে নিয়ে যেতে চাই। এ ব্যাপারে বিকেলে আইনজীবীদের সঙ্গে কথা বলব।

এ সময় গণমাধ্যমকর্মীরা প্রশ্ন করেন, ভারতের চিকিৎসা ব্যবস্থা যথেষ্ট উন্নত। বাংলাদেশ থেকে অনেকেই এখানে চিকিৎসার জন্য আসে। তাহলে উন্নত চিকিৎসার জন্য সালাহউদ্দিনকে তৃতীয় দেশে নিতে চাচ্ছেন কেন?

উত্তরে হাসিনা আহমদ বলেন, গত ২০ বছর ধরে সালাহউদ্দিনের সব চিকিৎসা সিঙ্গাপুরে হয়েছে। হৃদরোগের জন্য তিনবার অস্ত্রোপচার করা হয়েছে। রিং পরানো হয়েছে। কিডনির চিকিৎসাও সিঙ্গাপুরেই হচ্ছে। তাই সেখানেই তাকে নিয়ে যেতে চাই।

সিঙ্গাপুরে নেওয়ার ব্যাপারে আইনি জটিলতার বিষয়টি বিবেচনা করছেন কি?- জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে জটিলতা আছে কি না, বুঝতে আইনজীবীদের সঙ্গে কথা বলব। অপরাধ-বিষয়ক আইনজীবী এসপি মাহান্ত ব্যস্ত থাকায় তার সঙ্গে দেখা হয়নি। তার জুনিয়র আইনজীবীদের সঙ্গে আলোচনা হয়েছে। পরে মাহান্তর সঙ্গে দেখা করে এ নিয়ে বিস্তারিত কথা বলব।

দ্বিতীয় দিনে স্বামীর সঙ্গে কী কথা হলো জানতে চাইলে হাসিনা আহমেদ বলেন, পারিবারিক বিষয় ও বাচ্চাদের নিয়ে তার সঙ্গে কথা হয়েছে।

সালাহউদ্দিনের সঙ্গে দেখা করার আগে দুপুরে শিলংয়ের লাশুমের এলাকায় অপরাধ-বিষয়ক আইনজীবী এসপি মাহান্তর চেম্বারে যান হাসিনা আহমেদ। এসপি মাহান্ত এ সময় আদালতে না থাকায় হাসিনা তার কনিষ্ঠ সহকর্মীদের সঙ্গে আলোচনা করেন।

চিকিৎসকের বক্তব্য:
সালাহউদ্দিনের চিকিৎসক হৃদরোগ বিশেষজ্ঞ জি কে গোস্বামী মঙ্গলবার সাংবাদিকদের বলেন, সোমবার করা সিটি স্ক্যানের রিপোর্ট হাতে পেয়েছি। এতে সালাহউদ্দিনের স্বাস্থ্যগত কিছু ত্রুটি ধরা পড়েছে। এ ছাড়া তার চর্মরোগের সমস্যা আছে। সেটি আরেকটু খতিয়ে দেখা হবে। সব পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর পরবর্তী করণীয় ঠিক করা হবে। তবে হাসপাতাল ছাড়ার ব্যাপারে আজ কোনো মেডিকেল বোর্ড বসছে না।

এদিকে সোমবার (১৮ মে) সিভিল হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে দ্রুত দেশে ফেরার অভিপ্রায় ব্যক্ত করলেও খুব শিগগিরই দেশে ফেরা হচ্ছে না সালাহউদ্দিন আহমেদের।

সোমবার মেঘালয়ের ইংরেজি দৈনিক শিংল টাইমসে বলা হয়, মেঘালয় পুলিশ চাইছে সালাহউদ্দিনকে ফেরত পাঠাতে আইনি প্রক্রিয়া যত দ্রুত সম্ভব শেষ হোক। কিন্তু তার শারীরিক পরীক্ষা এখনো শেষ হয়নি।

দৈনিকটি বলছে, অনুপ্রবেশকারী হিসেবে সালাহউদ্দিনকে বিজিবির কাছে হস্তান্তর করবে বিএসএফ। তবে গত রোববার বিএসএফ বলেছে, সালাহউদ্দিনের ফেরত পাঠানোর ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই। মেঘালয়ের পুলিশ প্রধান রাজীব মেহতার বরাত দিয়ে পত্রিকাটি আরও বলেছে, হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পরই সালাহউদ্দিনকে আদালতে হাজির করতে পারে পুলিশ।
 
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মে ১৯, ২০১৫
এজেড/এমজেএফ

** সালাহউদ্দিনকে ফেরাতে ভারতের সিদ্ধান্তের অপেক্ষা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।