ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

বাগেরহাটে বিএনপি নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, মে ১৯, ২০১৫
বাগেরহাটে বিএনপি নেতা গ্রেফতার ছবি: প্রতীকী

বাগেরহাট: বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান টুটুলকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে বাগেরহাটের খানজাহান (রহ.) এর মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।



মাহাবুবুল রহমান টুটুল শহরের হরিনখানা এলাকার শেখ সৈয়দ আলীর ছেলে এবং বাগেরহাট পৌরসভার ২নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বাংলানিউজকে জানান, নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাকে আদালতে হাজির করা হবে।

তার বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, মে ১৯, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।