মাদারীপুর: বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ নিখোঁজ হওয়ার ঘটনাটি একটি সাজানো নাটক ছিল বলে মন্তব্য করেছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।
মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় মাদারীপুরের শিবচরের দত্তপাড়ায় বিশিষ্ট আওয়ামী লীগ নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম ইলিয়াছ আহমেদ চৌধুরীর ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক মিলাদ মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
নৌ পরিবহনমন্ত্রী এসময় বলেন, তালেবানি কায়দায় আন্দোলনের মাধ্যমে সন্ত্রাস সৃষ্টির প্রতিক্রিয়া থেকে বাঁচতে নিখোঁজ হওয়ার নাটক সাজিয়েছেন সালাহউদ্দিন।
মানবপাচার বিষয়ে মন্ত্রী বলেন, পাচারে জড়িত বড় একটি চক্র সরকারের তৎপরতায় ধরা পড়েছে। ৩টি দেশ এতে আক্রান্ত হয়েছে। রোহিঙ্গাদেরও এখান থেকে পাচার করা হচ্ছে। এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, মানবপাচারে আক্রান্তরা অস্বাভাবিক ও অমানবিক জীবনযাপন করছে। তাদের জীবন ধংসের মুখোমুখি। এটি আসলেই চিন্তার ব্যাপার।
মিলাদ মাহফিল অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য নুর ই আলম চৌধুরী লিটন, সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সন চৌধুরী, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রোকসানা ইয়াসমিন ছুটিসহ বিপুল সংখ্যক আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ০২১৯ ঘণ্টা, মে ২০, ২০১৫
আরএইচ