জয়পুরহাট: জামিনে মুক্তির পর জয়পুরহাট জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারী অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনকে আবার আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় ডিবি পুলিশের একটি টিম তাকে জেলগেট থেকে আটক করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ৮ মার্চ একটি রাজনৈতিক মামলায় অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন জয়পুরহাটের নি¤œ আদালতে আত্মসমর্পন করেন। পরে বিভিন্ন নাশকতায় তার বিরুদ্ধে ৮টি মামলা হয়। এর মধ্যে ৬টি মামলায় জেলা ও দায়রা জজ আদালত থেকে ও ২টি মামলায় হাইকোর্ট থেকে জামিন লাভ করেন তিনি।
জামিনে মুক্তি পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় জেলগেট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে আটক করে ডিবি পুলিশ। আটকের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। নতুন একটি মামলায় গ্রেফতার দেখিয়ে পরে মামুনকে জেল হাজতে পাঠানো হয়।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সদর উপজেলার পুরানাপৈল রেললাইনে ফিসপ্লেট উপড়ানোর মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০২৩৩ ঘণ্টা, মে ২০, ২০১৫
আরএইচ