নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার করিম গ্রাম থেকে মো. আকবর (৩২) নামে এক যুবলীগ কর্মীর গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২০ মে) সকাল ১০টার দিকে পৌরসভার করিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশের ড্রেন থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত আকবর ওই গ্রামের হাকিম আলীর ছেলে। তিনি পৌরসভার চার নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য।
স্থানীয়রা বাংলানিউজকে জানায়, সকালে করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ড্রেনে আকবরের গলা কাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল বাহার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, কারা কেন তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, মে ২০, ২০১৫
এসআই