ঢাকা: মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার যে শিক্ষা দিয়েছে। সেই শিক্ষাদীক্ষা নিয়েই বিএনপি এগিয়ে চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বুধবার (২০ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন মো. মোতাহার হোসেন মোল্লা।
বিএনপি নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা রাজনীতি করেন দেশের মানুষের স্বার্থে নয়, কারণ আপনাদের দোসর ও সর্বদা পাশে যারা আছে তারা তো স্বাধীনতাবিরোধী। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী আপনাদের যে শিক্ষা দিয়েছে। সেই শিক্ষাদীক্ষা নিয়েই এগুচ্ছেন আপনারা।
সম্প্রতি ভারতের রাজ্যসভায় স্থল-সীমান্ত চুক্তি বাস্তবায়নের অবতারণা করে আমু বলেন, ভারত সরকার কোনো দলের স্বার্থে নয়, একটি দেশের স্বার্থে সম্পর্কের স্বার্থে এ চুক্তি বাস্তবায়ন করেছে। ঠিক মুক্তিযুদ্ধের সময় ভারত সরকার বাংলাদেশকে যেভাবে সহযোগিতা করেছিল, কয়েক কোটি বাঙালি স্মরণার্থীদের আশ্রয় দিয়েছিল, তখন যেমন সেদেশের কোনো রাজনীতিক দলের মধ্যে মতপার্থক্য ছিল না, তেমনি এ চুক্তি বাস্তবায়নে সেদেশের সব রাজনৈতিক দলের সমর্থন ছিল।
তিনি বলেন, তারা (বিএনপি) কথায় কথায় আমাদের বলে ভারতের দালাল। অথচ স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের পরে তারা আমাদের অভিনন্দন না জানিয়ে ভারতকে জানিয়েছে। কিন্তু চুক্তি বাস্তয়ন হয়েছে একমাত্র শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আমু আরও বলেন, এদেশের মানুষ আপনার দলকে প্রত্যাখান করেছে বলেই আপনি প্রতিহিংসামূলক হয়ে সাধারণ মানুষকে পেট্রোল বোমা মেরে হত্যা করেছেন। তারপরও আপনি সফল হননি।
তিনি বলেন, যুগে যুগে বিভিন্ন দেশে মহামানবের উদ্ভাব হয়েছে। জাতিকে মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন দেশে মহামানবের উদ্ভব হয়। বঙ্গবন্ধুর অপূরণীয় আকাঙ্ক্ষা পূরণের জন্যই আমাদের দেশের মহামানব হিসেবে এসেছেন শেখ হাসিনা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, সহ-সভাপতি আনিসুর রহমান বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, মে ২০, ২০১৫
এসএম/আইএ