ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

বাগেরহাটে স্বেচ্ছাসেবক লীগ সদস্য গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, মে ২০, ২০১৫
বাগেরহাটে স্বেচ্ছাসেবক লীগ সদস্য গুলিবিদ্ধ

বাগেরহাট: বাগেরহাটে প্রতিপক্ষের ছোড়া গুলিতে সোহরাব মোল্লা (৪২) নামে এক সেচ্ছাসেবক লীগ সদস্য গুলিবিদ্ধ এবং দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) রাতে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের ভাটশালা গ্রামে এই ঘটনা ঘটে।



গুলিবিদ্ধ সোহরাবকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সোহরাব দাবি করেন, প্রতিপক্ষের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে না নেওয়ায় তার ওপর এ হামলা করা হয়েছে।

আহতরা হলেন-ভাটশালা গ্রামের মুদি দোকানী ওবায়দুল শেখ এবং আতিক শেখ। এদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গুলিবিদ্ধ সোহরাব মোল্লা গোটাপাড়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সদস্য এবং ভাটশালা গ্রামের ইদ্রিস আলী মোল্লার ছেলে।

সোহরাব মোল্লা বাংলানিউজকে বলেন, কিছুদিন আগে ভাটশালা গ্রামের মনিসহ কয়েকজন আমাকে কুপিয়ে জখম করে। ওই সময়ে আমি থানায় ওদের বিরুদ্ধে একটি মামলা করি। সেই মামলা তুলে না নেওয়ায় ফের মঙ্গলবার রাতে ওই যুবকরা আমার ওপর অতর্কিত হামলা করে। এ সময় ওরা গুলি চালালে আমার বাম হাতের কব্জিতে একটি গুলিবিদ্ধ হয়।

বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মঈন উদ্দিন মোল্লা বলেন, বর্তমানে সোহরাব আশঙ্কামুক্ত।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোজাম্মেল হক বলেন, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে সোহরাব নামে একজন গুলিবিদ্ধ হয়। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, মে ২০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।