ঝিনাইদহ: ঝিনাইদহের পাঁচ উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের পাঁচ কর্মীসহ বিভিন্ন মামলার ২৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) থেকে বুধাবর (২০ মে) সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত বিএনপি-জামায়াত কর্মীরা হলেন-জেলার শৈলকুপা উপজেলার দহকোলা গ্রামের জামায়াত কর্মী আহসান হাবীব (৩৮), রামচন্দ্রপুর গ্রামের বিএনপি কর্মী মোয়াজ্জেম হোসেন (৪০) ও মকররামপুর গ্রামের মোহাম্মদ আব্দুল মান্নান (৫০), হরিণাকুন্ডু উপজেলার শীতলি গ্রামের জামায়াত কর্মী বদর উদ্দিন (৫৫) ও আবু জাফর (৩০)।
ঝিনাইদহ পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত পুলিশ সদস্য শফিকুল ইসলাম এসব তথ্য দিয়েছেন।
এছাড়া তিনি আরো জানান, হত্যা, ডাকাতি, চুরি, নারী নির্যাতন, মাদকসহ বিভিন্ন মামলায় শৈলকুপা থেকে আরো পাঁচ, হরিণাকুন্ডু থেকে তিন, সদর থেকে সাত, কালীগঞ্জ থেকে তিন ও মহেশপুর থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, মে ২০, ২০১৫
এসআই