ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

মুন্সীগঞ্জে যুবলীগ কর্মী গুলিবিদ্ধ

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, মে ২০, ২০১৫
মুন্সীগঞ্জে যুবলীগ কর্মী গুলিবিদ্ধ ছবি : প্রতীকী

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মানিকপুর এলাকায় দুর্বৃত্তদের হামলায় শাহজালাল মিজি (২৯) নামে যুবলীগের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (২০ মে) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।



গুলিবিদ্ধ যুবলীগ কর্মী শাহজালালকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার প্রাথমিক চিকিৎসা শেষে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুছ আলী বাংলানিউজকে জানান, বুধবার দুপুরে কয়েকজন দুর্বৃত্ত শাহজালালকে গুলি করে পালিয়ে যায়। তবে কারা কেন গুলি করেছে তা এখনও নিশ্চিত করা যায়নি।

এ ঘটনায় থানায় এখনো কোন অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশ অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

তিনি আরও জানান, শাহজালাল মাদকসহ কয়েকটি মামলার আসামি। কিছুদিন আগে তাকে গ্রেফতার করা হয়। সম্প্রতি তিনি জামিনে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মে ২০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।