ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

সরকারকে ভারতের কাছে গণতন্ত্রের শিক্ষা নেওয়ার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, মে ২০, ২০১৫
সরকারকে ভারতের কাছে গণতন্ত্রের শিক্ষা নেওয়ার আহ্বান লে. জে. (অব.) মাহবুবুর রহমান

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে স্বাগত জানিয়ে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেছেন, সত্যিকারের গণতান্ত্রিক বার্তা নিয়ে আসছেন তিনি।
 
ভারতের কাছ থেকে সরকারকে গণতন্ত্রের শিক্ষা নেওয়ার আহ্বান জানান মাহবুবুর রহমান।

তিনি বলেন, গণতন্ত্রের মান কিভাবে রক্ষা করতে হয়, ভারতের কাছ থেকেই সরকারকে সে শিক্ষা নিতে হবে।
                            
বুধবার (২০ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার ও বিএনপি নেতাদের মুক্তির দাবিতে আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাৎ।
 
মাহবুবুর রহমান বলেন, গণতন্ত্রের পতাকা উড়িয়ে বাংলাদেশে আসছেন মোদি। আশা করি আমাদের দেশে এসেও তিনি গণতান্ত্রিক কথা বলবেন। আগামী নির্বাচন কিভাবে অবাধ, সুষ্ঠু হবে সে বিষয়গুলোও মোদির সফরে আলোচনা হবে।
 
বিএনপির এ নেতা বলেন, আমরাও সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশ চাই। আমাদের কথা বলার অধিকার, সভা-সমাবেশ করার অধিকার চাই। এজন্য নেতাকর্মীদের মুক্তি দিতে হবে।
 
তিনি বলেন, ভারতের রাজ্যসভায় স্থল সীমান্ত চুক্তি পাস হওয়ার সময় সব রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। কোনো দলই বিরোধিতা করেনি। এটি একটি নজির। আমাদের এ শিক্ষা নেওয়া উচিত।
 
মানবপাচারের বিষয়ে তিনি বলেন, হাজার হাজার মানুষ আজ সাগরে ভাসছেন, নৌকা থেকে অনেককে ফেলে দেওয়া হচ্ছে। অথচ আমাদের সরকার নির্বাক। বিশ্ববিবেক আজ ভোতা হয়ে গেছে।
 
সরকারের দয়িত্ব ছিল এদের রক্ষা করা। কিন্তু সরকার তা করছে না। এতে আমি হতবাক হয়ে যাই, বলেন মাহবুব।

শিরিন সুলতানা বলেন, ৫ জানুয়ারির নির্বাচন বজর্ন করায় অনেকেই বলেছিলেন বিএনপি নেত্রী ভুল করেছেন। সেসব প্রমাণ দিতে সিটি নির্বাচনে অংশ নেয় বিএনপি। কিন্তু সিটি নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে, ৫ জানুয়ারির নির্বাচন বর্জনের সিদ্ধান্ত সঠিক ছিল।
 
তরুণ প্রজন্মকে জিয়ার আদর্শ ধারণ করে শেখ হাসিনার পতন ত্বরান্বিত করার আহ্বান জানান মহিলা দলের এ নেত্রী।
 
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ ইব্রাহিম (বীর বিক্রম), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, সাবেক সংসদ সদস্য শাহ মুহাম্মদ আবু জাফর, গণস্বাস্থ্যর প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
 
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মে ২০, ২০১৫
এসএম/একে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।