ঢাকা: অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশের (আটাব) দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে ‘আটাব গণতান্ত্রিক ফেরাম’ এর প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ মে) রাজধানীর একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
আব্দুল বারীর সভাপতিত্বে ও তৈয়বুর রহমান নান্নুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি ইবরাহীম বাহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাবের মহাসচিব শেখ আব্দুল্লাহ, সিনিয়র সহ সভাপতি হেলাল খান, যুগ্ম মহাসচিব মুজাম্মেল হোসেন কামাল, অর্থ সম্পাদক ফজলুল ওয়াহাব।
এতে বক্তব্য রাখেন, খন্দকার সিপার আহমদ, মনসুর আলী খান, আব্দুল হক, ফরিজ উদ্দিন, শামসুল আলম, গিয়াস উদ্দিন, কামরুজ্জামান জুবায়ের, তফাজ্জুল হোসেন, মাসুদ আহমদ, মঈন উদ্দিন জালালাবাদী, নাসির উদ্দিন, শিবলী প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি আটাব গণতান্ত্রিক ফেরামের সিলেট এক্সিকিউটিভ কমিটির প্যানেল সদস্যদের পরিচয় করিয়ে দেন। সদস্যরা হলেন- খন্দকার সিপার আহমদ, মনসুর আলী খান, আব্দুল হক, নজির আহমদ আজাদ, তৈবুর রহমান ও মোহাম্মদ শামসুল আলম।
সিলেট আঞ্চলিক কমিটির প্যানেল সদস্যরা হচ্ছেন গিয়াস উদ্দিন, মোহাম্মদ আব্দুল্লাহ, নাসির উদ্দিন, ফরিজ উদ্দিন, তফাজ্জুল হোসেন ও কামরুজ্জামান জুবায়ের।
৬ জুন ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। ওইদিন ২৬ শতাধিক আটাব সদস্যের মধ্যে প্রায় ২ হাজার ভোটার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, মে ২০, ২০১৫
প্রেস বিজ্ঞপ্তি/এসএইচ