ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতা হামিদ ফকিরের মৃত্যুতে রিপনের শোক

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, মে ২০, ২০১৫
বিএনপি নেতা হামিদ ফকিরের মৃত্যুতে রিপনের শোক ড. আসাদুজ্জামান রিপন

ঢাকা: মাদারীপুরের রাজৈর উপজেলা বিএনপির প্রতিষ্ঠালগ্নের সাধারণ সম্পাদক আবদুল হামিদ ফকিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

বুধবার (২০ মে) দলের সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীনের পাঠানো এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।



শোকবার্তা ড. রিপন বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে উদ্বুদ্ধ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী মরহুম আবদুল হামিদ ফকির তার মেধা ও শ্রম দিয়ে রাজৈর উপজেলা বিএনপির প্রত্যেক নেতাকর্মীর মনে জাতীয়তাবাদী চেতনাকে প্রোথিত করে দলকে সুসংগঠিত ও মজবুত করতে সক্ষম হয়েছিলেন। এছাড়া, খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে তিনি আজীবন নিরলস কাজ করে গেছেন। আবদুল হামিদ ফকিরের মৃত্যুতে তার এলাকাবাসীর মতো আমরাও গভীরভাবে শোকাহত।

ড. রিপন শোকবার্তায় মরহুম আবদুল হামিদ ফকিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

মঙ্গলবার (১৯ মে) রাতে বার্ধক্যজনিত কারণে আবদুল হামিদ ফকিরের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মে ২০, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।