গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা জামায়াতের অর্থসম্পাদক মাহামুদুল হাসানসহ (২৭) ১০ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২০ মে) সন্ধ্যায় সদরের বাঁশকাটা থেকে মাহামুদুলকে ও উপজেলার বিভিন্ন স্থান থেকে অন্যদের আটক করা হয়।
আটক অন্যরা হলেন- ধলু মিয়া (২৭), হেলাল মিয়া (২০), গোলাম রব্বানী (৩৬), রাজু মিয়া (৩০), বজলার রহমান (৩০), রওশন আলী (৩০), আলম মন্ডল (২৩), রিজু মিয়া (২৫) ও শুকুর আহম্মেদ (২৭)।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান এসব বিষয় বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জামায়াত নেতা মাহামুদুলের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বাড়ি থেকে পলাশবাড়ী আসার পথে রংপুর-ঢাকা মহাসড়কের বাঁশকাটা এলাকা থেকে তাকে আটক করা হয়।
অন্য নয় জনকে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে উপজেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।
তাদের মধ্যে মাদক গ্রহণের দায়ে আটক হেলাল ও ধলুকে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম উভয়কে একদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মে ২০, ২০১৫
এমজেড/