ঢাকা: সদ্য প্রয়াত ২০ দলীয় জোট নেতা ও ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল মোবিন স্মরণে শুক্রবার (২৯ মে) শোকসভার আয়োজন করছে দলটি।
বৃহস্পতিবার (২১ মে) সকালে দলটির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান শোকসভার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
২০ দলীয় জোট নেত্রী ও বিএনপি চেয়ারপারসন শোকসভায় অংশ নেবেন কিনা জানতে চাইলে মাহমুদুল হাসান বলেন, আমরা যেহেতু ২০ দলীয় জোটে রয়েছি, তাই শোকসভায় তার (খালেদা জিয়া) আসাটা অসম্ভব কিছু নয়।
তিনি আরও বলেন, আমাদের নব নির্বাচিত চেয়ারম্যান ব্যারিস্টার সাইদুল হাসান ইকবাল দু-একদিনের মধ্যে ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদিন তিনি চূড়ান্ত সিদ্ধান্ত জানালে বড় পরিসরে জাতীয় শোকসভার আয়োজন করবো।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, মে ২১, ২০১৫
এলকে/এসএস