ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপিকে হেয় করতে গুলশান অফিস নিয়ে অপপ্রচার

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, মে ২১, ২০১৫
বিএনপিকে হেয় করতে গুলশান অফিস নিয়ে অপপ্রচার বেগম সেলিমা রহমান

ঢাকা: বিএনপি এবং খালেদা জিয়াকে হেয় করতেই গুলশান অফিস নিয়ে অপপ্রচার হচ্ছে বলে দাবি করলেন বিএনপির সহসভাপতি বেগম সেলিমা রহমান।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন সেলিমা রহমান।



তিনি বলেন, খালেদা জিয়া ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। সরকার বিভিন্ন সংস্থা দিয়ে এসব অপপ্রচার করাচ্ছে। সরকার বিভিন্ন এজেন্সি এবং নিজেদের লোক দিয়ে ঘটনা ঘটিয়ে তার দায় চাপাচ্ছে বিএনপির ওপর। এরই ধারাবাহিকতায় বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় এবং তাদের কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার চলছে। এর মাধ্যমে বিএনপিকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, সেক্রেটারি শিরীন সুলতানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, মে ২১, ২০১৫
এমএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।