ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

গাসিক মেয়র কারাগার থেকে হাসপাতালে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, মে ২১, ২০১৫
গাসিক মেয়র কারাগার থেকে হাসপাতালে সংগৃহীত

গাজীপুর: ৫ মামলায় গ্রেফতার গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) মেয়র অধ্যাপক এম এ মান্নানকে গুরুতর অসুস্থ অবস্থায় কাশিমপুর কারাগার থেকে ঢাকার বারডেম হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৫টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-১ কাশিমপুর থেকে তাকে ঢাকার বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়।



গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. সিরাজুল ইসলাম বাংলানিউজকে সংবাদটি নিশ্চিত করেছেন।

পুলিশ ও কারাসূত্র জানায়, মেয়র মান্নান বিভিন্ন রোগে ভুগছেন। দুপুরের পর থেকে তিনি বেশি অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

১১ ফেব্রুয়ারি ঢাকার বাসা থেকে গাসিক মেয়র অধ্যাপক এম মান্নানকে গ্রেফতার করে গাজীপুর পুলিশ। তারপর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বর্তমানে মেয়র কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে মোট ৫টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, মে ২১, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।