গাজীপুর: কাগজপত্র যাচাই-বাছাই শেষ না হওয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বৃহস্পতিবার (২১ মে) কারাগার থেকে মুক্তি পাননি। তবে শুক্রবার (২২ মে) তিনি মুক্তি পেতে পারেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় কাশিমপুর কারাগার পার্ট-২ থেকে মুক্তি পাওয়ার কথা ছিল তার। কিন্তু কারাগারের আনুষ্ঠানিকতা শেষ না হওয়ায় তা হয়ে ওঠেনি। শুক্রবার তিনি মুক্তি পেতে পারেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-২ কাশিমপুরের জেলার মো. নাসির সংবাদটি নিশ্চিত করে বলেন, মুক্তিনামা পরীক্ষা করে দেখা হচ্ছে। সময় লাগার কারণে আজ (বৃহস্পতিবার) রাতে তাকে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। কাল (শুক্রবার) হতে পারে।
এদিকে শমসের মবিন চৌধুরী মুক্তি পাচ্ছেন এমন সংবাদে বৃহস্পতিবার দুপুর থেকেই কারা ফটকের সামনে বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। শেষ পর্যন্ত মুক্তি না পাওয়ায় রাত সোয়া ৯টার দিকে তারা চলে যান।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মে ২১, ২০১৫
আরএ/জেডএস