ঢাকা: শেখ হাসিনা এ দেশে বিচারের সংস্কৃতি চালু করেছেন। আন্দোলনের নামে খালেদা জিয়ার করা অপরাধেরও বিচার তিনি করবেন, জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘শেখ হাসিনার ৩৫তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষ্যে আওয়ামী যুবলীগ এ আলোচনা সভার আয়োজন করে।
শেখ সেলিম বলেন, শেখ হাসিনা এই দেশে বিচারের সংস্কৃতি চালু করেছেন। বঙ্গবন্ধু হত্যা, জেলহত্যা, যুদ্ধাপরাধের বিচারের মধ্য দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে। আন্দোলনের নামে খালেদা জিয়া যে অপরাধ করেছেন শেখ হাসিনা তারও বিচার করবেন। খালেদা জিয়ার রক্ষা নেই।
বুদ্ধিজীবীদের সমালোচনা করে তিনি বলেন, এখনকার বুদ্ধিজীবীরা কুবুদ্ধিতে ওস্তাদ। ‘সুশীল’ মানে ভালো নাপিত। ভালো নাপিত আর ভালো বুদ্ধিজীবী এক বিষয় নয়। এখনকার সুশীলরা ভালো কামাতে পারেন, কিন্তু দেশ ও সমাজের জন্য কিছুই করার মুরোদ নেই তাদের।
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ প্রসঙ্গে শেখ সেলিম বলেন, সালাহ উদ্দিনকে গুমের মধ্য দিয়ে খালেদা জিয়া জাতির সামনে যে নাটক উপস্থাপন করেছেন এর জন্য তাকে অস্কার পুরস্কার দেওয়া উচিৎ। এ সময় বিএনপির আরেক নেতা ইলিয়াস আলীকেও খালেদা জিয়া গুম করেছেন বলে দাবি করেন তিনি।
আওয়ামী লীগের এই নেতা বলেন, জাতীয় সমাজতান্ত্রিক দলই (জাসদ) বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র প্রস্তুত করেছিল, যার সুযোগ নিয়েই জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে খুনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছিলেন। জিয়াউর রহমান এবং এরশাদ উভয়ই বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছেন। জিয়ার মতো এরশাদও তার মন্ত্রিসভায় স্বাধীনতাবিরোধীদের ঠাঁই দিয়েছিলেন।
যুবলীগ ঢাকা উত্তর শাখার সভাপতি মাইনুল হোসেন খান নিখিলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, মে ২১, ২০১৫
এসইউজে/আরআই