ঢাকা: দেশে মুক্তবুদ্ধির চিন্তা আজ হুমকির মুখে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। এ ব্যাপারে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহবান জানান তিনি।
শুক্রবার (২২ মে) সকাল ১১টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান সুরঞ্জিত।
চলমান রাজনীতি প্রসঙ্গে নৌকা সমর্থক গোষ্ঠী এ আলোচনা সভার আয়োজন করে।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, দেশে মুক্তবুদ্ধির চিন্তা আজ হুমকির মুখে। মুক্তবুদ্ধির চিন্তার মানুষরা একে একে উগ্রবাদীদের নগ্ন থাবার শিকার হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। তাদের রক্ষা করতে হলে এসব উগ্রবাদীদের বিরুদ্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, আল-কায়েদা, আনসারুল্লাহ বাংলাটিমের মতো উগ্রবাদী জঙ্গিসংগঠনগুলোর কর্মীরা আধুনিক প্রযুক্তিতে পারদর্শী। তাই তাদের ধরতে হলে সরকারি বাহিনীর সদস্যদেরও বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে।
অনন্ত, অভিজিৎ, রাজীবসহ অন্যন্যা ব্লগারদের হত্যাকারীরা এখনও বিচারের কাঠগোড়ায় না দাঁড়ানোয় ক্ষোভ প্রকাশ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, হত্যার তালিকা দিন দিন লম্বা হচ্ছে। কিন্তু সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছে না। তাই সরকারকে বলবো এসব উগ্রবাদী সংগঠনগুলোকে শুধু নিষিদ্ধ করলেই চলবে না। এদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। যাতে এদের মূলোৎপাটন করা যায়।
উগ্রবাদী জঙ্গি সংগঠন আল-কায়েদা, আনসারুল্লাহ বাংলাটিম-১৩ কর্তৃক দেশের বিশিষ্ট দশ ব্যক্তিকে হত্যার হুমকি দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমি এটিকে বিচ্ছিন্ন কোনো ঘটনা মনে করি না। এটা ব্লগারদের হত্যার ধারাবাহিকতারই অংশ।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দল পুর্নগঠনের প্রসঙ্গে তিনি বলেন, দল পুর্নগঠনের আগে খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ পরিবর্তন করা উচিৎ। কেননা গণতন্ত্রে সন্ত্রাসী কর্মকান্ড ও সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। তাই খালেদা জিয়াকে এসব থেকে সরে এসে সাংবিধানিক পদ্ধতিতে রাজনীতি করতে হবে। তাকে জামায়াতের সঙ্গ ত্যাগ করতে হবে।
২০ দলীয় জোটের ৯২ দিনের কর্মসূচির মূল্যায়ন করে সুরঞ্জিত বলেন, এতে করে খালেদা জিয়া নিজে এবং তার দল (বিএনপি) সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, দেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলা, স্বাধীনতার ইতিহাস বিকৃতি করা ও জাতির জনকের বিরুদ্ধে কথা বলার অধিকার গণতন্ত্র দিতে পারে না। এই অধিকার বিশ্বের কোনো দেশের গণতন্ত্রই দেয়নি। তাই আপনাকে (খালেদা জিয়া) নিয়মতান্ত্রিকভাবেই রাজনীতি করতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজকের পৃথিবীতে নতুন মডেল আখ্যায়িত করে সুরঞ্জিত বলেন, অনেকে বলে শেখ হাসিনা মাহাথির মোহাম্মদ বা লিপ ওয়ান হয়ে যাচ্ছেন। কিন্তু আমি তাদের সাথে দ্বিমত পোষণ করে বলতে চাই। সেই যুগ এখন আর নেই। এটি একবিংশ শতাব্দী। আর এই শতাব্দীতে শেখ হাসিনা নিজেই একটি মডেল। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে আজকের পৃথিবীতে তিনি নতুন মডেল হিসেবে আর্বিভূত হয়েছেন।
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের বিষয়ে আওয়ামী লীগের সিনিয়র এই নেতা বলেন, সালাহউদ্দিন আহমেদ সুস্থ দেহে আছেন, সেজন্য স্বস্তি প্রকাশ করছি। তবে তাকে দেশে ফিরে আসতে হলে সে দেশের (ভারত) আইনি প্রক্রিয়া শেষ করেই আসতে হবে।
সংগঠনের সভাপতি ডা. এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক নারায়ণ দেবনাথ, কৃষকলীগ নেতা আব্দুল হাই কানু সহ আয়োজক সংগঠনের নেতরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মে ২২, ২০১৫/আপডেট: ১৫২০
এলকে/টিআই/এমজেএফ