ঢাকা: মানবপাচারকারী গডফাদার এবং দালালদের আটক করে কঠিন বিচার দাবি করেছে, বাংলাদেশ যুবমৈত্রী। একই সঙ্গে বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিও জানানো হয়েছে।
শুক্রবার (২২ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটির নেতাকর্মীরা এ দাবি জানান।
মানববন্ধনে সংগঠনটির সভাপতি আলমগীর রতনের নেতৃত্বে সাধারণ সম্পাদক সাব্বাহ আলী খান কলিন্স সংহতি বক্তব্য রাখেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ ছাত্রমৈত্রী সভাপতি আবুল কালাম আজাদ, যুবমৈত্রীর সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ফজলু, যুবমৈত্রীর সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান নাসিম, যুবমৈত্রীর তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুতাসিম বিল্লাহ সানী প্রমুখ।
বক্তরা বলেন, দেশের নিরীহ গরিব যুব ও সাধারণ মানুষদের প্রলোভন দেখিয়ে গডফাদার দালালরা মানুষকে বিদেশে পাচার করে মাঝপথে আটকে মুক্তিপণ দাবি করছে। প্রতিবাদ করলে হত্যা করে, অনাহারে, অত্যাচারে মেরে মাটিতে পুঁতে ফেলে। এমন অমানবিক জীবন কাটাচ্ছে সাগরের নোনা পানিতে ভাসমান হাজার হাজার মানুষ।
এ পরিস্থিতির দ্রুত সমাধান প্রত্যাশা করে এসব ঘটনায় জড়িতদের বিচার দাবিও করেন বক্তারা।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মে ২২, ২০১৫
টিআই/এবি