সিলেট: সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেফতার করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী।
শুক্রবার (২২ মে) সকালে নগরীর হাফিজ কমপ্লেক্সে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে হামলাকারীদের বিচার দাবি করেন সিলেটের সাংস্কৃতিক কর্মীরা।
এর আগে বৃহস্পতিবার রাতে নগরীর রিকাবিবাজার এলাকায় ছাত্রলীগের হামলায় আহত হন রজত কান্তি। দুর্বৃত্তদের হামলায় তার ডান হাত ভেঙ্গে গেছে। তিনি বর্তমানে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, মে ২২, ২০১৫
এনইউ/এটি