ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

চরফ্যাশনে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, মে ২২, ২০১৫
চরফ্যাশনে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

ভোলা: ভোলার চরফ্যাশনের দক্ষিণআইচা থানা ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ২৩ জনকে আটক করা হয়েছে।



আহতদের মধ্যে ৫ জনকে চরফ্যাশন সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এরা হলেন- দক্ষিণআইচা থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আশরাফ, শহিদ, জামাল, ইউসুফ ও নুরনবী।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা বাংলানিউজকে জানান, আধিপত্য বিস্তার নিয়ে দক্ষিণআইচা থানা ছাত্রলীগের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক লিমনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকালে দক্ষিণআইচা বাজারে দুই গ্রুপের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের ১০ জন আহত হন। এ সময় বাজারের কয়েকাটি দোকান ভাঙচুর করা হয়।

চরফ্যাশন থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ফের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মে ২২, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।