ঢাকা: মানবপাচারের কারণে সাগরে সৃষ্ট মানবিক বিপর্যয়ে বিভিন্ন দাবিতে শনিবার (২৩ মে) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশের সমাজতন্ত্রিক দল (বাসদ-মার্কসবাদী)।
শুক্রবার (২২ মে) দলের কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য শুভ্রাংশু চক্রবর্ত্তীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি পালনের কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মানব পাচারকারী সিন্ডিকেটের গডফাদারদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, সাগরে ভাসমান ও কারাগারে আটক বাংলাদেশিদের দেশে ফিরিয়ে এনে পুনর্বাসন, পাচারের শিকার নিখোঁজ-নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এদিন বিকেল ৫টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। এতে দলের নেতাকর্মীদের অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, মে ২২, ২০১৫
এইচএ