নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের কবিরহাট এলাকায় মো. জহির উদ্দিন (৩০) নামে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২২ মে) রাত ৯টার দিকে ইউনিয়নের তিতা হাজরা গ্রামের কবিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জহির উপজেলার গোপালপুর ইউনিয়নের তিতা হাজরা গ্রামের মুন্সী ব্যাপারী বাড়ির নুরুল আমিনের ছেলে। তিনি স্থানীয় যুবলীগের একজন সক্রিয় কর্মী।
স্থানীয়রা বাংলানিউজকে জানায়, শুক্রবার সন্ধ্যার পর থেকে জহির গোপালপুর ইউনিয়নের তিতা হাজরা গ্রামের কবিরহাট এলাকায় অবস্থান করছিলেন। রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত দেশীয় অস্ত্র হাতে জহিরকে ধাওয়া করে।
একপর্যায়ে জহির নিজ বাড়ির কাছাকাছি এসে রাস্তার উপর পড়ে যান। এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় তিতা হাজরা গ্রামের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. সেলিম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নিহত জহির এক সময় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে তিনি যুবলীগের কর্মী হিসেবে কাজ করতেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, মে ২২, ২০১৫
আরএ