ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

সোনাগাজীতে স্বেচ্ছাসেবক দলের সভাপতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৯ ঘণ্টা, মে ২৩, ২০১৫
সোনাগাজীতে স্বেচ্ছাসেবক দলের সভাপতি গ্রেফতার প্রতীকী

ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলা থেকে শহিদ উল্লাহ নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ৷

শুক্রবার (২২ মে) দিনগত রাত সাড়ে ৮টার দিকে নবাবপুর ইউনিয়নের মমতাজ মিয়ার হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ৷

শহিদ উল্লাহ ওরফে কানা শহিদ নবাবপুর ইউনিয়ন স্বেচ্চাসেবক দলের সভাপতি। তিনি উপজেলার নবাবপুর ইউনিয়নের মধুপুর গ্রামের আবু আহম্মদের ছেলে।



সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বাংলানিউজকে জানান, শহিদ উল্লাহ সোনাগাজী থানার ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি৷ তার বিরুদ্ধে সোনাগাজী থানায় আটটি মামলা রয়েছে। এর মধ্যে ছয়টিতে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

সম্প্রতি একটি অস্ত্র মামলায় ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর ফারুকীর  আদালতে তার ১৭ বছরের সাজা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

বাংলাদেশ সময়: ০৪৫৮ ঘণ্টা, মে ২৩, ২০১৫
এসএন/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।