ঝিনাইদহ: ঝিনাইদহের বিভিন্ন এলাকা থেকে এক বিএনপি নেতাসহ ২১ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে শৈলকুপা পৌর বিএনপির সহ সভাপতি ঠাণ্ডু মিয়াকে (৪০) শহরের নতুন কোর্টপাড়ার বাসা থেকে আটক করা হয়। তার বাবার নাম আনোয়ার হোসেন। তার বিরুদ্ধের নাশকতার অভিযোগ রয়েছে।
এছাড়া ঝিনাইদদহ সদর থেকে ছয়জন, শৈলকুপা থেকে আরো তিন, হরিণাকুণ্ডু থেকে তিন, কালীগঞ্জ থেকে চার, কোটচাঁদপুর থেকে দুই ও মহেশপুর থেকে দু’জনকে আটক করা হয়েছে।
ঝিনাইদহ পুলিশ কন্ট্রোল রুম থেকে শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি, নাশকতা, বোমাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, মে ২৩, ২০১৫
এএটি/এসএইচ