ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

সাম্রাজ্যবাদী আগ্রাসন বাংলাদেশের বিপদ আনতে পারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, মে ২৩, ২০১৫
সাম্রাজ্যবাদী আগ্রাসন বাংলাদেশের বিপদ আনতে পারে

ঢাকা: জঙ্গিবাদ-মৌলবাদের পাশাপাশি সাম্রাজ্যবাদী আগ্রাসন বিশ্বের জন্য হুমকি ও বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনতে পারে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি।

শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।



বঙ্গবন্ধুর জুলিও- কুরি শান্তি পদক প্রাপ্তির ৪২তম বার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও বিশ্ব শান্তি’ শিরোনামে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ শান্তি পরিষদ।

রাশেদ খান মেনন বলেন, জঙ্গিবাদ ও মৌলবাদের পাশাপাশি  সাম্রাজ্যবাদী আগ্রাসন বিশ্বের জন্য যেমন হুমকিস্বরূপ, তেমনি বাংলাদেশের জন্য বিপজ্জনক। তাই এই আগ্রাসনকে রুখে দিতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

যুদ্ধাপরাধীদের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষ যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছে। আর সে কারণেই বাংলার মাটিতে তাদের বিচার করা সম্ভব হচ্ছে।

এসময় তিনি সবাইকে আরও ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানান।

সংগঠনের সভাপতি মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে আলোচনা সভায় মুক্তিযুদ্ধ জাদুঘরের পরিচালক ড. সরওয়ার আলী, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গর্ভনর খন্দকার ইব্রাহিম খালেদ, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, মে ২৩, ২০১৫
এলকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।