ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

জাতীয় পার্টির সন্দ্বীপ সভাপতি ছালাম-সাহাবুদ্দীন সম্পাদক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, মে ২৩, ২০১৫
জাতীয় পার্টির সন্দ্বীপ সভাপতি ছালাম-সাহাবুদ্দীন সম্পাদক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সন্দ্বীপ: জাতীয় পার্টি সন্দ্বীপ উপজেলার সভাপতি হিসেবে এম এ ছালাম ও সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট সাহাবুদ্দীন মাহামুদ নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রামের সদরঘাটে জাতীয় পার্টির সন্দ্বীপ উপজেলার দ্বিবার্ষিক সম্মেলনে তারা এ পদে ফের নির্বাচিত হন।

শুক্রবার বিকেল চারটায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বক্তারা বলেন, বর্তমান সরকার জনতার প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি বিএনপি স্বাধীনতাবিরোধী জামায়াতকে সঙ্গে নিয়ে ভিন্নপথে রাষ্ট্র ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে।

তারা বিএনপি ও আওয়ামী লীগের গণবিরোধী রাজনীতি থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানান।

সন্দ্বীপ উপজেলা জাপা সভাপতি এম এ ছালামের সভাপতিত্বে ও অ্যাডভোকেট সাহাবুদ্দীন মাহামুদের পরিচালনায়, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জাপার আহ্বায়ক শায়েস্থা খান চৌধুরী,

এ ছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা সাবেক চেয়ারমান শফিকুল ইসলাম বাচ্চু, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জাপার সদস্য সচিব সফিকুল ইসলাম, জেলা যুগ্ম আহ্বায়ক যথাক্রমে, আবছার উদ্দিন, আহাম্মেদ হোসেন, লায়ন মো. মহিন উদ্দিন, মো. নুরনবী ভূঁইয়া।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন, সন্দ্বীপ উপজেলা জাপার সিনিয়র সহসভাপতি মোবাশ্বের ইসলাম (মানিক), জাপা নেতা মাওলানা মো. আলাউদ্দিন, এম এ হাছান, মো. আক্তার হোসেন, মো. সাহাব উদ্দিন, যুব সংহতির নেতা তমাল বিন চৌধুরী ও মো. রিয়াদ হোসেন প্রমুখ।

সম্মেলনে এম এ ছালামকে ফের সভাপতি এবং অ্যাডভোকেট সাহাবুদ্দীন মাহামুদকে সাধারণ সম্পাদক ও মাওলানা মো. আলাউদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট জাতীয় পার্টি সন্দ্বীপ উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, মে ২৩, ২০১৫
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।