ঢাকা: অবৈধ অভিবাসী আইনেই বিএনপি যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের বিচার হবে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিযিজু।
শনিবার (২৩ মে) নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ ডায়ালগে’র শেষদিনে এ কথা বলেন তিনি।
কিরেন রিযিজু বলেন, সালাহ উদ্দিন আহমেদ যে ভারতে এসেছেন, অবৈধ অভিবাসী আইনেই এর বিচার হবে। এ নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই।
গত মার্চে ঢাকা থেকে নিখোঁজ হন বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ। পরে প্রায় দুইমাস পর মেঘালয়ের শিলংয়ে তার সন্ধান পাওয়া যায়।
২২ ও ২৩ মে দুইদিনব্যাপী ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ ডায়ালগ অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উত্থাপন করেন শাহরিয়ার আলম।
ভারতের সড়ক পরিবহন, মহাসড়ক ও নৌ পরিবহন মন্ত্রী শ্রী নিতিন গাদকারির সভাপতিত্বে ডায়ালগে দিল্লিস্থ বাংলাদেশের হাইকমিশনের নিযুক্ত হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, ভারতের শ্রী অলোক বানসাল প্রমুখ বক্তব্য দেন। উদ্বোধনী বক্তব্য দেন ভারতের রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু।
এর আগে এই অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার ভারতের উদ্দেশে ঢাকা ছাড়েন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তার সঙ্গে প্রতিনিধি দলে আছেন-অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জান আহমাদ, পানি বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত, সাবেক রাষ্ট্রদূত মুহম্মদ জমির, প্রফেসর সৈয়দ মনজুরুল ইসলাম, সংসদ সদস্য আবদুল ওয়াদুদ দারা, পঙ্কজ দেবনাথ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল প্রমুখ।
এবার দিল্লিতে ষষ্ঠবারের মতো বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ ডায়ালগ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মে ২৩, ২০১৫
কেজেড/এমএ