ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

ভালুকা ছাত্রলীগের কমিটি নিয়ে তোলপাড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, মে ২৩, ২০১৫
ভালুকা ছাত্রলীগের কমিটি নিয়ে তোলপাড়

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা উপজেলায় নবগঠিত ছাত্রলীগের কমিটি নিয়ে শুরু হয়েছে তোলপাড়। আগের কমিটির এক নেতার অনুসারী নতুন কমিটিকে ‘গঠনতন্ত্রবিরোধী’ আখ্যা দিয়ে মামলা করার প্রেক্ষিতে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে আদালতের কারণ দর্শানোর নোটিশ ও এক সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলায় এ তোলপাড় চলছে ।



দলীয় সূত্র জানায়, নবগঠিত কমিটিকে ‘গঠনতন্ত্রবিরোধী’ আখ্যা দিয়ে এর প্রতিবাদে স্থানীয় পৌর ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহাম্মদ সুজন বাদী হয়ে ময়মনসিংহের ভালুকা সিনিয়র জজ আদালতে গত ২০ মে একটি মামলা দায়ের করেন।

এর প্রেক্ষিতে আদালত নবঘোষিত ভালুকা উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুন, সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব, জেলা ছাত্রলীগ সভাপতি জসীম উদ্দিন ও সাধ‍ারণ সম্পদক রাকিবুল ইসলাম রাকিবকে কারণ দর্শানোর নোটিশ দেন।

মামলায় উল্লেখ করা হয়, জেলা ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বেআইনিভাবে মনিরুজ্জামান মামুন ও শাহরিয়ার হক সজীবকে সম্প্রতি উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনীত করেন।

ছাত্রলীগের গঠনতন্ত্রে  ৫(ক)নং ধারায় অনুর্ধ ২৭ বছর বয়স নির্ধারণ করা হয়েছে। বর্তমান ভোটার তালিকা অনুযায়ী মনিরুজ্জামান মামুনের বয়স ৩২ বছর ১০ মাসের উর্ধ্বে বলে মামলায় অভিযোগ করা হয়।

বিলুপ্ত কমিটির সভাপতি খোকন ঢালী অভিযোগ করে বাংলানিউজকে বলেন, বিনা নোটিশে আমার কমিটি ভেঙে দিয়ে অগঠনতান্ত্রিকভাবে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ কারণেই আদালতে পৌর ছাত্রলীগ সভাপতি সুজন মামলা দায়ের করেছেন।

মামলার বাদী ছাত্রলীগ নেতা ইফতেখার আহাম্মদ সুজন বলেন, খোকন হোসেন ঢালী ও মাহামুদুল হাসান পাঠান সাতিলের নেতৃত্বাধীন কমিটির মেয়াদ এক বছর পূর্ণ হওয়ার আগে তা বাতিল করা হয়েছে। কী কারণে তাদের কমিটি বিলুপ্ত করা হয়েছে তা জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক অবগত করেননি।

এসব বিষয়ে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিব বলেন, আদালতে অভিযোগ দাখিল করেছেন বিলুপ্ত কমিটি নেতারা। আদালত আমাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। আমরা দু’এক দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দেবো।

তিনি বলেন, ইতিহাস ও ঐতিহ্যবাহী সংগঠন ছাত্রলীগের আগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের নাম ব্যবহার করে ভূমি দখল, চাঁদাবাজি ও মাদক ব্যবসায় সম্পৃক্ত থেকে চরমভাবে বিতর্কিত হয়ে উঠেছিলেন। এ কারণে হাইকমান্ডের নির্দেশের আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মে ২৩, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।