ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

বেগমগঞ্জে যুবলীগকর্মী হত্যার ঘটনায় আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, মে ২৩, ২০১৫
বেগমগঞ্জে যুবলীগকর্মী হত্যার ঘটনায় আটক ১ ছবি: প্রতীকী

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় যুবলীগকর্মী জহির উদ্দিন হত্যার ঘটনায় অস্ত্রসহ সাহাব উদ্দিন (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) বিকেল ৪টার দিকে আটক সাহাব উদ্দিনকে থানায় আনা হয়।

তিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আমির হোসেনের ছেলে।

এরআগে শুক্রবার রাত থেকে শনিবার বিকেল পর্যন্ত ওই এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় তিতাহাজরা গ্রাম থেকে একটি পাইপগানসহ সাহাব উদ্দিনকে আটক করা হয়।   

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সাহাব উদ্দিনকে জিজ্ঞাসাবাদ চলছে। জহির উদ্দিনের দাফন শেষে তার পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হবে।

শুক্রবার (২২ মে) দিবাগত রাত ৯টার দিকে তিতাহাজরা গ্রামের কবিরহাট বাজার এলাকায় একদল মুখোশধারী দুর্বৃত্ত যুবলীগকর্মী জহির উদ্দিনকে কুপিয়ে হত্যা করে।    

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, মে ২৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।