ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, মে ২৩, ২০১৫
খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: আন্দোলনের নামে মানুষ হত্যার বিচার না হওয়া পর্যন্ত মালিক-শ্রমিক ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আন্দোলন চলবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

শনিবার (২৩ মে) দুপুর আড়াইটায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় স্থানীয় শহীদ মিনার চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ কথা জানান।



মন্ত্রী বলেন, খালেদা জিয়ার নির্দেশে বিএনপি-জামায়াত অবরোধ-হরতালের নামে পেট্রোল বোমা মেরে মুক্তিযোদ্ধা, নারী-শিশু, ড্রাইভার-হেলপার, শ্রমিক-কর্মচারী, শিক্ষার্থীসহ নিরীহ মানুষদের হত্যা করেছেন।

অবিলম্বে খালেদাসহ দায়ী ব্যক্তিদের গ্রেফতার ও বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে দাবি করে চলমান আন্দোলনে সর্বস্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহবান জানান তিনি।

ঢাকা থেকে গাইবান্ধা অভিমুখে জনতার অভিযাত্রা কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মোটরপরিবহন মালিক-শ্রমিক ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান সরকারের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন-  শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, শিরিন আক্তার এমপি, শ্রমিক নেতা মোখলেছুর রহমান, বদরুদ্দোজা নিজাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন সরকার, পলাশবাড়ী মোটরপরিবহন শ্রমিক নেতা আব্দুস সোবহান ও গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, সাবেক সাধারণ সম্পাদক সুরুজ হক লিটন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সৌরভ আহম্মেদ বাবলা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মে ২৩, ২০১৫     
এমজেড/     

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।