ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, মে ২৪, ২০১৫
যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান হাছান মাহমুদ

ঢাকা: যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গাড়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

রোববার (২৪ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ বিষয়ক এক মানববন্ধনে তিনি আহ্বান জানান।



তিনি বলেন, গত কিছুদিন ধরে যৌন হয়রানি এবং যৌন নির্যাতনের ঘটনা বেড়ে গেছে। দেশের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে প্রতিহত করতে হবে।

হাছান মাহমুদ বলেন, আকাশ সংস্কৃতির কারণে যুব সমাজের হাতে যৌন নিপীড়নের বিভিন্ন উপকরণ চলে আসছে। আকাশ সংস্কৃতির যতটুকু প্রয়োজন ততটুকুই নিতে হবে। এ জন্য আইন-শৃঙ্খলা বাহিনীসহ সাবাইকে সচেতন ও সক্রিয় হতে হবে।

সম্প্রতি জঙ্গি সংগঠন আল-কায়দা ও আনসারুল্লাহ বাহিনী দেশের ১০ বিশিষ্টজনকে হত্যার হুমকির বিষয়ে তিনি বলেন, গত কয়েক মাসে যে ব্লগার হত্যাকাণ্ড এবং ১০ বিশিষ্ট জনকে হুমকির ঘটনা একই সূত্রেগাঁথা। এসব কর্মকাণ্ডের ক্ষেত্র যারা তৈরি করেছে তাদেরকে আমরা চিনি। বিএনপি-জামায়াত জঙ্গিই এসব কাজ করছে। এদের মদত দাতা হলেন খালেদা জিয়া। শুধু জঙ্গি দমন করলে হবে না। জঙ্গিদের পৃষ্ঠপোষক খালেদা জিয়াকেও আটক করতে হবে।

মানববন্ধনে সংগঠনটির বিভিন্ন পার্যায়ের নেতাকর্মীরাও বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, মে ২৪, ২০১৫
জেপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।