ঢাকা: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সোমবার (২৫ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির মাজারে পুষ্পস্তবক অর্পণ করবে বিএনপি।
রোববার বিএনপির সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সোমবার ভোর ৭টায় ওই পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিতে বিএনপি‘র কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন উল্লেখ করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজার প্রাঙ্গণে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে ওই প্রেসবিজ্ঞপ্তিতে।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, মে ২৪, ২০১৫
আরআই।