ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করা প্রয়োজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, মে ২৪, ২০১৫
স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করা প্রয়োজন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নিজস্ব জনবল না থাকা, ইউনিয়ন পরিষদ সচিবদের অপযার্প্ত সম্মানি, চৌকিদারদের নাম মাত্র ভাতা, করের পরিমাণ কম, নিজস্ব আয় কম এসবই ইউনিয়ন পরিষদের উল্লেখযোগ্য সীমাবদ্ধতা।

এসব সমস্যা দূর না হলে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হবে না।

তাই দেশের উন্নয়নে স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী করা প্রয়োজন।

রোববার (২৪ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত স্থানীয় সরকার শক্তিশালী করা বিষয়ক প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভায় বক্তারা এ এসব কথা জানান।

‘এমডিজি ইউনিয়ন: বিল্ডিং পার্টিসিপেটরি ডেমোক্রেসি ফর্ম দ্যা বটম আপ ইন রুরাল বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানটি পরিচালনা করে বেসরকারি সংস্থা দ্য হাঙ্গার প্রজেক্ট। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন দ্য হাঙ্গার প্রজেক্টের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ড. বদিউল আলম মজুমদার।

দুই বছর ধরে এ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্পের আওতায় টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার ১০টি ইউনিয়ন পরিষদ ২০০৯ সালের আইন অনুযায়ী পরিচালনা করেছে। সেই আলোকে অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের বিভিন্ন সমস্যা, সমাধানের উপায়, সীমাবদ্ধতা ও ভবিষ্যতে করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়।

সভায় স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ স্থানীয় সরকার কাঠামোর সীমাবদ্ধতা তুলে ধরে বলেন, সীমাবদ্ধতা ছাড়াও স্থানীয় সরকার কার্যক্রমে রয়েছে বিভিন্ন ক্রটি। এসব ত্রুটি কাটিয়ে উঠতে প্রয়োজন সমাজকর্মী সৃষ্টি করা। তা না হলে ইউনিয়ন পরিষদ দিন দিন আরও দুর্বল হয়ে পড়বে।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেন, আমাদের গণতান্ত্রিক চর্চা, অভিজ্ঞতা, আইনের প্রতি শ্রদ্ধাসহ নানাবিধ সমস্যা রয়েছে। এসব সমস্যা দূর না হলে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হবে না। তাই দেশের উন্নয়নে স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করা দরকার।

মতবিনিময় সভায় স্থানীয় সরকার বিভাগের সাবেক সচিব এ ও ই বি সিদ্দিকী, কমিউনিটি এ্যামপাওয়ারমেন্ট প্রজেক্ট ম্যানেজার মোশতাক আহমেদ, আয়োজক সংগঠনের প্রজেক্ট কো-অর্ডিনেটর জয়ন্ত করসহ ইউনিয়ন পরিষদের জন-প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মে ২৪, ২০১৫
জেডএফ/জেপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।